নিজের দোকানেই চুরি! ৫০ লক্ষ টাকার নাটক ফাঁস হতেই হতবাক পুলিশ
রাতের অন্ধকারে বাজারের মাঝখানে একটি সোনার দোকানে চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শান্তিপুরে। দোকানের শাটার ভেঙে লক্ষ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা চুরি হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন দোকানের মালিক। তাঁর দাবি ছিল, দোকান থেকে প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না এবং ড্রয়ারে রাখা এক লক্ষ টাকা নগদ নিয়ে পালিয়েছে চোরের দল।অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। তবে তদন্তে নেমেই একের পর এক অস্বাভাবিক তথ্য সামনে আসে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখা সম্ভব হয়নি, কারণ দোকান মালিক পুলিশকে জানান, চোরেরা সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে গিয়েছে।তদন্ত চলাকালীন দোকানের ভিতর থেকে পুলিশ উদ্ধার করে দুটি গোপন ক্যামেরা। এরপরই দোকানের মালিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে পুলিশের কাছে। সন্দেহ আরও গভীর হয়।শেষ পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য সামনে আসে তদন্তে। দোকানের মালিকের বাড়ি থেকেই উদ্ধার হয় প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না। তখনই স্পষ্ট হয়, এই চুরির ঘটনা সম্পূর্ণ সাজানো।পুলিশি জেরায় স্বীকার করেন দোকানের মালিক। জানা যায়, তাঁর নামে ব্যাঙ্কে প্রায় ৫০ লক্ষ টাকার ঋণ ছিল। সেই ঋণ শোধ করতেই নিজের দোকানে নিজেই চুরির নাটক সাজান তিনি। শুধু থানায় অভিযোগই নয়, সংবাদমাধ্যমকেও ডেকে চুরির গল্প শোনানো হয়েছিল।পুলিশ আরও জানতে পেরেছে, ওই সোনার দোকানের প্রায় এক কোটি টাকার বিমা করা ছিল। বিমার টাকা পেয়ে ঋণ মেটানোর পরিকল্পনাই ছিল এই পুরো ঘটনার মূল উদ্দেশ্য।এই ঘটনায় দোকানের মালিক ও তাঁর ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, শান্তিপুর স্টেশন বাজার সংলগ্ন এলাকায় এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সে সময় এক পোশাক ব্যবসায়ী নিজের দোকানে আগুন লাগিয়ে বিমার টাকা পাওয়ার চেষ্টা করেছিলেন। পরে পুলিশের কাছে স্বীকার করেছিলেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ ভুয়ো।

